গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক, কামরুল আহসান সরকার রাসেল , মহামারী করোনা ভাইরাসের প্রভাবে ও রমজান মাস উপলক্ষে ঘরবন্ধী গরিব দুঃখী অসহায় কর্মহীন হয়ে পড়া গাজীপুর পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, সেই সাথে একটি মাক্স, একটি হ্যান্ড স্যানিটাইজার পরিবহন শ্রমিকদের হাতে তুলে দেন। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার (রাসেল) শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, হাত পরিষ্কার না করে নাকে মুখে চোখে হাত দিবেন না, সব সময় স্যানিটাইজার ও সাবান দিয়ে হাত ওয়াশ করে নিবেন। পানি বেশি বেশি করে খাবেন, সাধারণ মানুষ থেকে তিন ফিট দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন। আপনি বাহিরে চলাচল করা থেকে বিরত থাকবেন। নিজেকে সুরক্ষিত রাখবেন , আপনার ফ্যামিলিকে সুস্থ রাখবেন।
মহামারী কোভিড১৯সবকিছু স্থবির করে দিয়েছে, গরিব অসহায় ও পরিবহন শ্রমিকদের পরিবহন বন্ধ থাকায় খাদ্য সামগ্রী পরিবহন শ্রমিকদের হাতে তুলে দিচ্ছেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক, আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার (রাসেল)
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির গাজীপুর জেলা,দপ্তর সম্পাদক রাহাত খাঁন,কোষাধ্যক্ষ, মোশারফ সিকদার, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়ন -৫৬৭, এর সহ সাধারণ সম্পাদক আব্দুল বারেক সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
কামরুল আহসান সরকার রাসেল বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে, এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক, মাইনুল হোসেন খান নিখিল প্রতিটি অসহায় কর্মহীন গরিব দুঃখী শ্রমজীবী শ্রমিকদের পাশে থাকার জন্য আহ্বান করেছেন যুবলীগের নেতা-কর্মীদেরকে।এই মহামারী প্রাণঘাতী করোণা ভাইরাস যতদিন থাকবে আমার পক্ষ থেকে অসহায় কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের পাশে খাদ্য সামগ্রী দেওয়া অব্যাহত থাকবে।